মারা গেছেন বিশ্বের প্রবীণতম পুরুষ
আন্তর্জাতিক ডেস্ক
১১২ বছর বয়সে মারা গেছেন বিশ্বের প্রবীণতম পুরুষ ইয়াসুতারো কোয়ডে। কয়েকদিন ধরে হৃদরোগ ও নিউমোনিয়ায় ভোগার পর মঙ্গলবার মধ্য জাপানের নাগোয়া শহরে মারা যান এ জাপানি।
১৯০৩ সালের ১৩ মার্চ জাপানের রাজধানী টোকিওর উত্তর পশ্চিমের ফুকুই প্রদেশে জন্ম ইয়াসুতারো কোয়ডের। গত বছরের জুলাইয়ে বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে স্বীকৃতি দেয়। তার দীর্ঘজীবনের রহস্য জানতে চাইলে তখন তিনি বলেছিলেন, ‘অতিরিক্ত কাজ না করা এবং আনন্দের সঙ্গে বাঁচা।’ তিনি জীবনে কখনো মদ্যপান ও ধূমপান করেননি বলেও জানিয়ে ছিলেন। তার আগেও আরেক জাপানি প্রবীণতম পুরুষ ছিলেন।
বরাবরই জাপানের লোকজনের আয়ু অন্যান্য দেশের মানুষদের তুলনায় বেশি হয়। এশিয়ার উন্নত দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বয়সই বর্তমানে ৬৫ বছরের বেশি। সংখ্যার হিসেবে জাপানে ৬৫ বছরের বেশি সংখ্যা মানুষের ১২ কোটি ৭০ লাখ।
বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তি অবশ্য নারী। সুসান্নাহ মুশ্যাট জোন্স নামের ঐ মার্কিন নারীর বয়স ১১৬ বছর। ১৮৯৯ সালের ৬ জুলাই জন্ম তার।
প্রতিক্ষণ/এডি/এফটি