মারা গেছেন সাংবাদিক তিমির দত্ত
জাতীয় প্রেসক্লাব, ডিইউজে, ডিআরইউ সদস্য, বাসসের সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান তিমির লাল দত্ত আর নেই।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিনিয়র ও জুনিয়র সংবাদকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিভিন্ন স্মৃতিচারণমূলক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
এই মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তিমির দত্তের মেয়ে মন্দিরা বলেন, বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেটা হয়তো অনেকেই জানেন। তবে অনেকেই জানেন না, মুক্তিযুদ্ধ চলাকালে নিজ হাতে তৈরি করা বোমা দিয়ে বাবা এবং তার আরেক সঙ্গী প্রথম শত্রু নিধন করেছিলেন। তার সেই সঙ্গী শহীদ হন।
তিনি আরও বলেন, বাবা ছিলেন অসীম সাহসী ব্যক্তি। ব্যক্তি জীবনে অনেক স্বপ্ন দেখা মানুষটি কিছুই পূরণ করতে পারেননি বলেও আক্ষেপ জানান তিনি।
তিমির দত্ত সম্প্রতি বাসসের চাকরি থেকে অবসর নেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। তিনি শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি ছিলেন। জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
সকাল পৌনে ১১টার দিকে ডিআরইউতে শ্রদ্ধা জানাতে তিমির দত্তের মরদেহ নিয়ে আসা হয়। এরপর জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হয়। এরপর শেষকৃত্য সম্পন্ন করতে বরিশাল শহরের নিজ বাড়িতে তিমির দত্তের মরদেহ নেওয়া হবে।
প্রতিক্ষণ/এডি/আস