মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ৮:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ পূর্বাহ্ণ

সাপারাম সোডিমেয়েদজো

ইন্দোনেশিয়ার অধিবাসী বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি সাপারাম সোডিমেয়েদজো ১৪৬ বছর বয়সে গতকাল রোববার দেশটির মধ্য জাভার একটি গ্রামে মারা যান।

সোদিমেয়েদজোর, যিনি কখনো জটিল কোন শারীরিকি অসুস্থায় আক্রান্ত হননি তার আবাসিক পরিচয়পত্র থেকে জানা যায় তিনি ১৮৭০ সালে জন্মগ্রহণ করেন।

ইন্দোনেশিয়ায় জন্মসনদ তৈরির কাজ শুরু হয়েছিল ১৯০০ সালে। কিন্তু এরপরও কর্মকর্তারা বলেছেন, মি. সোদিমেজোর সাথে কথা বলে এবং জন্ম তারিখের সপক্ষে তিনি যেসব কাগজপত্র এবং প্রমাণ জমা দিয়েছেন তা যাচাই করে তারা নিশ্চিত হয়েছেন।

স্বাস্থ্যগত কারণে গত ১২ই এপ্রিল তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি সেখানে থাকতে চাননি। বাড়িতে ফিরিয়ে আনার কয়েকদিন পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গত বছর বিবিসির একটি সাক্ষাৎকারে মি. সোদিমেজোকে প্রশ্ন করা হয়েছিল, তার এই দীর্ঘ জীবনের গোপন চাবিকাঠি কী?

জবাবে তিনি জানিয়েছিলেন, একটি হচ্ছে ধৈর্য। আর অন্যটি হচ্ছে ভালবাসা- যারা আমার আশেপাশে রয়েছে, আমাকে দেখাশোনা করছে তাদের ভালবাসা।

মি. সোদিমেজো ছিলেন একজন চেইন স্মোকার। তার চার স্ত্রী, ১০ ভাই-বোন এবং সব সন্তান এর আগেই মারা গেছে। আত্মীয়রা জানাচ্ছেন, তার কবরের ফলকটি দীর্ঘদিন ধরে বাড়ির দরজার পাশে পড়ে ছিল। সোমবার তার কবর হয়ে যাওয়ার পর ফলকটি সেখানে লাগিয়ে দেওয়া হয়।

সূত্র: বিবিসি

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G