মার্কিন ডেমোক্র্যাট নেতার পদ থেকে সরে দাঁড়ালেন ন্যান্সি পেলোসি
আন্তর্জাতিকে ডেস্ক
ন্যান্সি পেলোসি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ ঘোষণা করেছেন তিনি এই ভূমিকা থেকে সরে যাচ্ছেন। ৮২ বছর বয়সী কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং হাউসের স্পিকার হিসাবে কাজ তিনিই প্রথম মহিলা।
তবে ন্যান্সি পেলোসি কংগ্রেসের নিম্ন কক্ষে তার ক্যালিফোর্নিয়া জেলার প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন। মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকানরা হাউসের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন এবং সম্ভবত মিসেস পেলোসির স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার চেম্বারে এক বিবৃতিতে মিসেস পেলোসি বলেন, “আমি কখনই ভাবিনি আমি কোনও দিন গৃহকর্তা থেকে হাউস স্পিকার হয়ে যাব। আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনঃনির্বাচন চাইব না। একটি নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক ধারার নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।
মিসেস পেলোসি জানুয়ারি পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। একটি নতুন কংগ্রেস দায়িত্ব গ্রহণ করবে এবং ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত। ন্যান্সি পেলোসি ১৯৮৭ সালে প্রথম যে আসনটি গ্রহণ করেছিলেন সেখানেই থাকবেন।
সূত্র : বিবিসি