মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো যুদ্ধের অংশগ্রহণকারী – ল্যাভরভ
আন্তর্জাতিকে ডেস্ক
ইউক্রেনকে আগামী দিনে ন্যাটোর সদস্য পদ দেবার ঘোষণায় রাশিয়া আগে থেকেই প্রতিক্রিয়া জানিয়ে রেখেছে। ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দেয়া হলে না হবে এ অঞ্চলের জন্য ভয়াবহ এটা রাশিয়া আগে থেকেই হুশিয়ারি দিয়ে রেখেছে।
আর দুই দিন আগে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনে রাশিয়ান হামলায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্তের জন্য এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে রুশ সম্পদের উপর আটকাদেশের জন্য জাতিসংঘ-সমর্থিত বিশেষ আদালত গঠনের বুধবার প্রস্তাব করেছে।
এর পর আজ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ওয়াশিংটন এবং ন্যাটো যুদ্ধে অংশ নিচ্ছে এবং ইউক্রেনের অবকাঠামোর উপর আক্রমণকে রক্ষা করছে। ইউক্রেন তার রুশ-অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করেছে, তাকে মস্কোর বাহিনীর সাথে সহযোগিতা করার অভিযোগে।
ইউক্রেনীয় দূতাবাসে একটি চিঠি বিস্ফোরণের একদিন পর স্পেনের পুলিশ নতুন লেটার বোমা তদন্ত করছে। কারণ মাদ্রিদের কর্মকর্তারা মার্কিন দূতাবাসে একটি সন্দেহজনক প্যাকেজ সনাক্ত করা হয়েছে বলে রিপোর্ট করেছেন।
সূত্র : আল-জাজিরা