মার্কিন সহিংসতা বিদেশী নাগরিকদের ভ্রমণ সতর্কতা দিচ্ছে

প্রকাশঃ নভেম্বর ২৮, ২০২২ সময়ঃ ২:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

আমেরিকায় ভ্রমণকারীদের সে দেশে ভ্রমনে অন্তত সতর্ক থাকা উচিত। কারণ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণকারীদের সর্তক করছে।

সংস্থাটি সম্ভাব্য সমস্যার জন্য বিশ্বকে পর্যবেক্ষণ করছে। “লেভেল ১: এক্সারসাইজ সাধারণ সতর্কতা” থেকে “লেভেল ৪: ভ্রমণ করবেন না” পর্যন্ত সতর্কতা জারি করেছে। সন্ত্রাসবাদের হুমকি, যুদ্ধ, স্থানীয় আইনের স্বেচ্ছাচারী প্রয়োগ, উচ্চ অপরাধের হার সম্পর্কে ভ্রমনকারিদের সতর্ক করেছে। অন্যান্য ব্যক্তিগত নিরাপত্তা সমস্যা তো আছেই।

কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, অন্যান্য দেশের সরকার কীভাবে তাদের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে সতর্ক করে? সব মিলিয়ে বন্দুকের গুলিতে মৃত্যুর হার বাড়ছে যুক্তরাষ্ট্রে। আমেরিকাতে গণ গুলি ২৫ নভেম্বর পর্যন্ত ৬১০ জন নিহত হয়েছে। যা গান ভায়োলেন্স আর্কাইভ অনুসারে সাধারণ হয়ে উঠেছে এবং সারা বিশ্বে শিরোনাম হয়েছে৷

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেশী এবং নিকটতম মিত্রদের সরকার তাদের নাগরিকদের সে দেশে ভ্রমনের বিষয়ে সর্তক করছে এবং কী বলতে হবে তা পরীক্ষা করে দেখেছে। তবে আমেরিকা সক্রিয় যুদ্ধ অঞ্চলের মতো ভ্রমনকারিদের সম্পূর্ণরূপে সতর্ক করছে না। প্রতিটি জাতির নিজস্ব পদ্ধতি আছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার চেয়ে বেশি হিংস্র।

সূত্র : সিএনএন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G