মার খাওয়ার আতঙ্কে মার্কিনিরা!

প্রকাশঃ জুন ১৩, ২০১৫ সময়ঃ ৭:৩০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডট কম:

Americansসমস্ত বিশ্বের ওপর ছড়ি ঘুঁরিয়ে বেড়ানো মার্কিনিরা এবার নিজেরাই মার খাওয়ার আতঙ্কে ভুগছে। তবে সেই মার খাওয়াটা অন্য দেশের কারো হাতে নয়। নিজ দেশেরই কিছু বখাটের হাতে। সম্প্রতি আমেরিকার রাস্তায় একদল সন্ত্রাসী অতর্কিতভাবে পথচারিদের ঘুসি মেরে পালিয়ে যায়। তবে তারা শুধু ঘুসি মেরেই ক্ষান্ত হয়। কোন কিছু বাগিয়ে নেবার আশায় নয়।  ঘুসি মেরে পথচারীদের অজ্ঞান করাটা নাকি দেশটির কিছু তরুণদের কাছে নতুন মজার খেলা। তারা এর নাম দিয়েছে  ‘নকআউট গেম’!

বন্ধুদের সঙ্গে বাজি ধরে ঘুসি মেরে পথচারীদের অজ্ঞান করে দেয়ার এই ভয়ঙ্কর খেলায় এখন উদ্বিগ্ন দেশটির বিভিন্ন শহরের পুলিশ। গত কয়েকদিন ধরে ওয়াশিংটন, নিউইয়র্ক ও নিউজার্সির রাস্তায় এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। একা হাঁটতে বের হলেই এখন শহরের বাসিন্দারা আতঙ্কে থাকছেন ঘুসির ভয়ে। এ ধরণের ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, কয়েক মাস আগে নিউজার্সির হোবোকেনে এক ব্যক্তির ওপর অতর্কিত চড়াও হয়েছিল কয়েকজন কিশোর। তাদের বেমাক্কা ঘুসিতে রাস্তার ধারে লোহার রেলিঙে মাথায় বারি খেয়ে septa-fightপ্রাণ হারান ওই পথচারী। পরে ওই কিশোরদের গ্রেপ্তার করলে জানা যায়, তারা ‘নকআউট গেম’ খেলছিল। একইভাবে অপর প্রাণহাণীর ঘটনাটি ঘটেছে নিউইয়র্কে। সর্বশেষ দুই সপ্তাহ আগে ব্রুকলিনে আক্রান্ত হন ৭৮ বছর বয়সী এক নারী। গত শুক্রবারও ব্রুকলিনে এ ধরণের ঘটনার শিকার হয়েছিলেন দুই ব্যক্তি।

এই অদ্ভুত খেলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা মহলের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এর মধ্যে নতুন করে জাতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে কিনা তাও ভেবে দেখছে তারা। কারণ নিউইয়র্কে আক্রান্তদের বেশিরভাই ইহুদি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিগণ ও পুলিশ বেশ কয়েকটি মিটিং করেছে। জনপ্রতিনিধি ডোভ হিকিন্ড বলেন, খুবই ভয়ঙ্কর ব্যপার। আমার ৩১ বছরের কর্মজীবনে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়নি। সূত্র: নিউইয়র্ক ডেইলি নিউজ।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G