মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের ১৩ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদকে সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এই অপরাধে তাকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৩ মার্চ শুক্রবার মালদ্বীপের এক আদালতে এ রায় ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১২ সালের জানুয়ারিতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে তৎকালীন প্রধান বিচারককে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন মোহাম্মদ নাশিদ। এই অপরাধে নাশিদকে ১৩ বছরের জেল দেওয়া হলো।
বিচারক আবদুল্লাহ দিদি শুক্রবার রায়ে বলেন, ‘বিচারক আবদুল্লাহ মোহামেদকে বেআইনিভাবে গ্রেফতার ও বন্দী রাখায় নাশিদকে দোষী সাব্যস্ত করা হলো।’
মোহম্মদ নাশিদ আদালতে কোনো আইনি লড়াইয়ে যেতে চাননি। তিনি আপিলের সুযোগও ব্যবহার করবেন না বলে সাফ জানিয়েছেন। সবচেয়ে বড় কথা আদালতে মোহাম্মদ নাশিদ তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
এদিকে মোহাম্মদ নাশিদের সমর্থকরা আদালতের বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। আগামী ২০১৮ সালের মালদ্বীপের জাতীয় নির্বাচনে মোহাম্মদ নাশিদকে বাদ দিতে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে বলে নাশিদ সমর্থকরা মনে করছেন।
রায়ের পর নাশিদকে ধুনিধু কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজধানী মালের কাছেই ওই কারাগার। এর আগে ২২ ফেব্রুয়ারি নাশিদকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদ নাশিদ ২০০৮ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১২ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। সুত্র: আলজাজিরা।
প্রতিক্ষণ /এডি/কেয়া