মালাক্কা প্রণালির কাছে নৌকাডুবি
আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়া উপকূলে ১০০ আরোহী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোরে এ তথ্য নিশ্চিত করেন। তবে আরোহীদের সর্বশেষ অবস্থা কী সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা জায়নি।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
মালয়েশিয়ার সমুদ্র বিষয়ক সংস্থার একজন মুখপাত্র বলেছেন, মালাক্কা প্রণালির কাছে মালয়েশীয় উপকূলে ডুবে যাওয়ার নৌকার যাত্রীদের ভাগ্যে কী হয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়।
উপকূলের মাঝিরা কর্মকর্তাদের কাছে খবর পাঠানোর পর সেলাঙ্গর রাজ্যের সাবাক বারনাম জেলার অদূরের উপকূলে একটি উদ্ধারকারী দল সেখানে পাঠানো হয়েছে। তবে তারা এখনো ফিরে আসেনি। তাই আমাদের কাছে সর্বশেষ কোন খবর নেই। উদ্ধারকারী দল ফিরে এলে হয়তো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
মালয়েশিয়ার স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকাটিতে অবৈধ অভিবাসীদের বহন করা হচ্ছিল। কিন্তু মালয়েশিয়ার কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা নিশ্চিত করে কিছু বলতে পারে নাই।
প্রতিক্ষণ/এডি/তাফ