মালেশিয়া গমনইচ্ছুক শ্রমিকদের প্রশিক্ষণ শুরু
বাংলাদেশি শ্রমিকদের প্রথম গ্রুপটি মালয়েশিয়ায় পাঠানোর সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় বিএমইটি টেকনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ কর্মীদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে।
এতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা থেকে শুরু করে মালয়েশিয়ায় নতুন কর্মস্থল সম্পর্কে একটি সম্যক ধারণা দেয়া হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ১০ মার্চ সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-১৮৬ ফ্লাইটে করে তাদের মালয়েশিয়ায় প্রেরণ করা হবে।
এ গ্রুপে যাওয়া প্রত্যেক কর্মী মাসে ১ হাজার ৫০০ মালয়েশীয় রিঙ্গিত (বর্তমান বিনিময় মূল্যে প্রায় ২৭ হাজার টাকা) করে বেতন পাবেন।
প্রতিক্ষণ/এডি/অনু