মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ৮ লাশ উদ্ধার

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৭:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

trolar dubiকক্সবাজার সংলগ্ন বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়িতে মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে অভিযান চালিয়ে ৮ জনের লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কোস্টগার্ডের কুতুবদিয়া জোনের স্টেশন অফিসার মোহাম্মদ তারেক।

তিনি জানান, বৃহস্পতিবার ট্রলারডুবির ঘটনায় নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও স্থানীয় জেলেরা যৌথ অভিযান চালিয়ে ৪২ যাত্রীকে জীবিত উদ্ধার করেন।

এখনো অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নৌবাহিনীর একটি হেলিকপ্টার, কোস্টগার্ডের প্রায় ২০টি বিভিন্ন ধরণের বোর্ট অংশ নিয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ট্রলারে থাকা কয়েকজন যাত্রী নিরাপদে বসাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়লে ট্রলারটি কাত হয়ে ডুবে যায় বলে জানিয়েছেন ট্রলারে থাকা আহত যাত্রী মো. আলমগীর হোসেন।

এর আগে বুধবার রাত ১০টায় এফভি ইদ্রিস নামে ট্রলাটি ৮০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের মাঝিরঘাট থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেয়।

প্রতিক্ষণ /এডি /রাহাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G