মালয়েশিয়ার ‘জিটুজি প্লাস’ চুক্তি সই

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৬ সময়ঃ ১২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

malayগভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জিটুজি) প্লাস পদ্ধতিতে জনশক্তি রপ্তানির বিষয়ে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী রিচার্ড রায়ট আনক জিম চুক্তিতে সই করেন।

জিটুজি প্লাস (সরকার ও বেসরকারি পর্যায়ের সমন্বয়ে) প্রক্রিয়ায় পাঁচটি খাতে কাজ করার জন্যে এসব কর্মী নিচ্ছে মালয়েশিয়া সরকার। কনস্ট্রাকশন, সার্ভিস, প্লান্টেশন, এগ্রিকালচার এবং ম্যানুফ্যাকচারিং খাতে কর্মী যাবে দেশটিতে। কর্মীপ্রতি অভিবাসন ব্যয় ধরা হয়েছে ৩৪ থেকে ৩৭ হাজার টাকা।

এছাড়া প্লেন ভাড়া, ইন্স্যুরেন্স, স্বাস্থ্য পরীক্ষাসহ সংশ্লিষ্ট খরচ বহন করবেন নিয়োগকর্তা (মালয়েশিয়া) পক্ষ। নিয়োগকর্তা কর্মীর (যোগ্যতাভিত্তিক) চাহিদা জানাবে বাংলাদেশ সরকারকে। এ চুক্তির পর বেসরকারিভাবে তথা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বড় পরিসরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো যাবে। এর আওতায় আগামী তিন বছরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যাবে ১৫ লাখ কর্মী।

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G