মালয়েশিয়ায় বাস খাদে: নিহত ৮

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

Malaysia-accidentআন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
মালয়েশিয়া : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে তাপাহ এলাকায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে আরো ২১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়া সময় মধ্যরাত ১টা দিকে উত্তর-দক্ষিণাঞ্চলীয় গেনটিং হাইল্যান্ড মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নারী পর্যটক লিমসো লাম (৫৯), আ পো (৫৬), ওয়াং হু (৫৮), সিন হা হুয়াট (৫৪), পুরুষ পর্যটক টান বা (৫৬), টান শা মিং (৬৯) ও বাসের চালক জায়া গুনাস গরান (৪০)। বাকি একজনের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২১ জন।

মালয়েশিয়া জনপ্রিয় দৈনিক স্টার পত্রিকার মাধ্যমে জানা যায়, বাসটি পার্বত্যাঞ্চলীয় একটি পর্যটন কেন্দ্রে যাচ্ছিলো। পথে ওই এলাকায় রাস্তায় পড়ে থাকা একটি টায়ার এড়াতে গেলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় বাসটি খাদে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

পরে খবর পেয়ে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে এসে ২১ যাত্রীকে উদ্ধার করে। তাদের মধ্যে ১৭ যাত্রীকে তাপাহ হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের অবস্থার অবনতি হলে আবার রাজা পারমায়সুরি হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতরা সবাই মালয়েশিয়ার নাগরিক বলে জানা গেছে।
প্রতিক্ষণ/এডি/জেসমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G