২০২২ সালের টি-২০ আসরে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। একদিন আগে ম্যাচে রোববার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে টি২০ সংস্করণের অধিনায়ক হিসেবে মাশরাফিকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন সাকিব।
টি-২০ বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেয়ার রেকর্ড এখনও মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। তার অধীনে ৪৩ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে ১৬টিতে জয়, ২৬টিতে হেরেছে টাইগাররা। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
তিন ম্যাচের দুটিতে জয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে বাংলাদেশের সেরা সাফল্য। গ্রুপ পর্বে বাকি থাকা দুই ম্যাচে জিতলেই সরাসরি সেমিতে চলে যাবে টিম টাইগার্স। এছাড়া এক ম্যাচ জিতলেও ক্ষীণ সম্ভাবনা থাকবে।
অধিনায়ক হিসেবে টি-২০ বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচে নেতৃত্ব দেয়ার অর্জনটা এখন সাকিবের দখলে। ২০২২ সাল অবদি সাকিব নেতৃত্ব দিয়েছেন ২৯ ম্যাচে। অপর দিকে মাশরাফী ২৮টি টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন।
মাশরাফীর অধীনে ২৮ ম্যাচে ১০টিতে জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশের। সাকিবের নেতৃত্বে ২৯ ম্যাচের ৯টিতে জয়, ২০টিতে হেরেছে টাইগার্সরা।