মাসুম হত্যায় ২ জনের যাবজ্জীবন
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বিকল্পধারা বাংলাদেশের নেতা মাসুম হত্যা মমালায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামিদের আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল ও শাহাদাত। তবে রায় ঘোষণার সময় বাবুল জেলহাজতে থাকলেও পলাতক রয়েছেন শাহাদাত। বাবুলকে দণ্ডবিধির ৩২৬ ধারায় আরও ৮ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। মামলার ২৫ আসামির মধ্যে ৩ জন মামলা চলাকালীন মারা গেছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ জুন মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীর মিছিলে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মাসুমকে হত্যা করা হয়।
এ সময় হামলায় মামলার বাদী শেখ আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হন। পরদিন ৮ জুন মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় এ মামলা দায়ের করেন তিনি।
ঘটনা তদন্ত করে ২০০৪ সালের ১০ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিটে ৩০জনকে সাক্ষী করা হয়। রায় ঘোষণার আগে ২৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/এনাম