মায়ানমারে ৩৭ বাংলাদেশি শনাক্ত
প্রতিক্ষণ ডেস্ক:
মায়ানমারের জলসীমায় উদ্ধারকৃতদের মধ্যে আরো ৩৭ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
২১ মে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা ২০৮ জনের যাচাই-বাছাই শেষে ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে দেশে ফেরত আনা হয়। পরে ওই ১৫০ জনের মধ্যে দু’জন রোহিঙ্গাকে শনাক্ত করা হয়। উদ্ধার হওয়া বাকি ৫৮ জনের মধ্যেও ৩৭ জন আবারও বাংলাদেশি হিসেবে শনাক্ত হলো।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান সাংবাদিকদের জানান এই ৩৭ বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। বুধবার বা বৃহস্পতিবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনার সম্ভাবনা রয়েছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল