মা ও শিশু অলৌকিকভাবে বেঁচে গেলেন

প্রকাশঃ জুন ২৫, ২০১৫ সময়ঃ ১:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

kl 1কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পাঁচদিন পর তরুণী মা ও তার শিশু সন্তানকে জীবিত পাওয়া গেছে।

বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি পশ্চিম কলাম্বিয়ার একটি জঙ্গলে প্লেনটি বিধ্বংস্ত হয়। সেখান থেকে ১৮ বছর বয়সী মারিয়া নেলি মৌরিলো এবং তার এক বছরের ছেলেকে জীবিত উদ্ধার করা হয়।

কলম্বিয়ান বিমান বাহিনীর প্রধান এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে বর্ণনা করেছেন।

খবরে বলা হয়, উদ্ধারকরর্মীর কোলে শিশু ইউদিয়ের মোরেনে, দুর্ঘটনায় কোন আঘাত পায়নি শিশুটি যেটাকে অলৌকিক বলছেন উদ্ধারকর্মীরা।klওই জঙ্গলের কাছেই তাদের ছোট সেসনা উড়োজাহাজটি গত শনিবার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় পাইলট নিহত হন।

উদ্ধারকর্মীরা উড়োজাহাজটি খুঁজে পায় বৃহস্পতিবার এবং সেখানে ককপিটে পাইলটের মরদেহও পায় তারা। কিন্তু উড়োজাহাজে থাকা মা ও শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা।

গত শনিবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি জঙ্গলের কাছে মুরিলোর উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, পাইলট নিহত হন।

kl2এ ঘটনা সম্পর্কে কলম্বিয়ার বিমান বাহিনীর কমান্ডার কর্নেল হেক্টর ক্যারাসকেল বলেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই নয়। এটা একদম জঙ্গল এলাকা। দুর্ঘটনাটি ছিল দুর্যোগময়।’

মিঃ হেক্টর বলেন, ‘মায়ের মানসিক শক্তিই শিশুটিকে বেঁচে থাকার শক্তি জুগিয়েছে।’

উদ্ধারের পর মা ও শিশুকে হেলিকপ্টারে করে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। কলম্বিয়ার বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, ওই নারী সামান্য আহত হয়েছেন। শিশুটিকে দেখে মনে হয়েছে তার তেমন কিছু হয়নি।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G