মিউনিখে সন্ত্রাসী হামলার আশংকা
আন্তর্জাতিক ডেস্ক
জার্মানির মিউনিখে সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ। সেজন্য শহরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।
সন্ত্রাসী হামলার আশংকায় দুইটি রেল ষ্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। ঐ দুইটি ষ্টেশনে আর যাত্রী ওঠানামা করা হবে না বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ। ষ্টেশন থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া যেসব জায়গায় লোক সমাগম হয়, সেসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ জনগনকে।
নববর্ষ উদযাপনে সন্ত্রাসী হামলার আশংকায় ইউরোপের অনেক শহরে সতর্কতা জারি করা হয়েছে। গতকাল ব্রাসেলস এবং প্যারিসে নববর্ষের ঐতিহ্যবাহী আলোকসজ্জা ও আতশবাজি প্রদর্শনীর অনুষ্ঠান বাতিল করা হয়। প্যারিসে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে প্রথমবারের মত রেড স্কয়ার বন্ধ করে দেয় রুশ পুলিশ। মস্কোতেও আতশবাজি প্রদর্শনীর অনুষ্ঠান কয়েক মিনিট দেরিতে শুরু হয়।
প্রতিক্ষণ/এডি/এফটি