অতিথি ভারতের বিপক্ষে দ্বিতীয় টেষ্ট বা মিরপুর টেষ্টে গতকাল বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে ৭ রান জমা করে হোটেলে ফেরত যায়। ১ম ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে ২২৭ রান। জবাবে ভারত ৩১৪ রানে অলআউট। ৮৭ রান পেছনে থাকা বাংলাদেশ আজ লম্বা একটি ইনিংস ওপেনিং জুটির কাছ থেকে প্রত্যাশা করলেও তা হয়নি।
গতকার ৭ রান থেকে ১৩ রানে যেতেই ওপেনার শান্ত ব্যক্তিগত ৫ রানে এলবি’র ফাঁদে কাটা গেলেন। আরেক ওপেনার জাকির তখন ৯ রানে। এরপর জাকিরের সাথে জুটি গড়তে ক্রিজে এলেন ১ম ইনিংসে ৮৪ করা মমিনুন হক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত স্কোর ১ উইকেটে ২২, তাতে জাকিরের ১৬। তখন মাত্র মুমিনুল ক্রিজে এসেছেন। কিন্তু টিকলেন না। ৫ রানেই ফেরত গেলেন। দলীয় স্কোর তখন ২৬/২।