মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে বিপুল অস্ত্র উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের মিরসরাইয়ের গোভনিয়া এলাকায় জঙ্গি আস্তানার খবর পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র ও গ্রেনেড উদ্ধার করেছে।
বুধবার বিকেলে মুঠোফোনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো.মশিউদৌল্লা রেজা প্রতিক্ষণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘কুমিল্লার চান্দিনায় বোমামসহ আটক দুই জঙ্গি হাসান (৩০) ও জসিমের (৩২) স্বীকারোক্তি মোতাবেক কাউন্টার টেররিজম টিম রাতভর অভিযান পরিচালনা করে। অভিযানে ২৯টি ছোট, বড় গ্রেনেড, ২৪০টি বোমা তৈরির সরঞ্জামের ব্যাগ, ৪০টি জেল বোমা, ৯টি চাপাতি, ৭টি কালো পাঞ্জাবি ও একটি ব্যানার উদ্ধার করা হয়। এ পর্যন্ত এ চক্রের নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তির আলোকে জানা যায় চক্রের সঙ্গে আরও ৮/৯ জন জড়িত রয়েছে।’
আন্তর্জাতিক কোনো শক্তি এর সাথে সম্পৃক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজা।
এর আগে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত অধিক গতিসম্পন্ন গাড়ি চিহ্নিতকরণে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় অভিযান চলছিল। ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট কামাল হোসেনের নেতৃত্বে অভিযান চলাকালীন বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের অধিক গতি চিহ্নিত হয়।
পুলিশ গাড়িটি ধাওয়া করে থামানোর পর বাস থেকে নেমে আসা যাত্রীবেশী দুই যুবক পুলিশকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। বোমাটি বিস্ফোরিত না হওয়ায় পুলিশ তাদের পেছনে ধাওয়া করে। তখন তারা দৌঁড়ে একটি গ্রামের ভেতরে প্রবেশ করে। ঐ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। একপর্যায়ে এলাকাবাসীর সহযোগিতায় গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে এবং আহত অবস্থায় হাসানকে আটক করা সম্ভব হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা ও ১টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
প্রতিক্ষণ/এডি/শাআ