মিরাজের অপূর্ণ স্বাদ পূর্ণ হলো

প্রথম প্রকাশঃ ডিসেম্বর ৭, ২০২২ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

জহির ভূইয়া

৬৫টি ওডিআই শেষ করেও ক্যারিয়ারে সেঞ্চুরির দেখা না পাওয়া মিডল অর্ডারের মিরাজের অপূর্ণতা ছিলই। গত বছর চট্টগ্রামের মাটিতে আফগাদের বিপক্ষে ১২০ বলে ৮১ রানে আউট হলেন। এরপর তো এক বছর পেরিয়ে গেল। কিন্তু কে জানতে ২০২২ সালের শেষ সময়ে মিরপুরের ২২ গজি উইকেটে দলের কঠিন বিপদে কান্ডারির ভূমিকা নেবেন আর সঙ্গে ক্যারিয়ারের অপূর্নতা পূর্ণতা ঢেলে দেবেন!

আসলেই গত ম্যাচে যেমন ১৩৬/৯ উইকেট পতনের পর মিরাজের ব্যাটে চড়ে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে ভারতের বিপক্ষে তেমননি আজও কঠিন বিপদে ছিল বাংলাদেশ। ৬৯ রানে ৬ উইকেট পতনের পর স্কোর ২৭১/৭! এটা সম্ভব হয়েছে মিরাজের একক যুদ্ধে।  ব্যাট হাতে মিরাজ ৬ উইকেট পতনের পর সঙ্গী পেলেন রিয়াদকে।

দুই জনের মিলে ১৪৩ রানে জুটি গড়লেন। রিয়াদ ৭৭ রানে আউট হলেও মিরাজ ছিলেন অবিচল। শেষ ওভারে গিয়ে ইতিহাস রচনা করলেন আর দলকে নিয়ে গেলেন রিরাপদ দূরত্বে।

আরো অনেক সেঞ্চুরি তিনি করবেন, কিন্তু ক্যায়িারের প্রথম সেঞ্চুরিটা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। কারণ বাংলাদেশ যখন ৪৯.৩ ওভার শেষ করে ২৬২/৭, তখন মিরাজ ৯১ রানে। মিরাজ শেষ ওভারের ৪র্থ বলটি আকাশের চূড়ায় ভাসিয়ে গ্যালারিতে পাঠারেন। ৫ম বলটাতে দুই রান এলো। মিরাজের নামের পাশে স্কোর বোর্ডে ৯৯, ওভার ৪৯.৫। শেষ বলে এক রান হলে মিরাজের সেঞ্চুরির স্বাদটা যেমন পূরণ হয় তেমনি বাংলদেশ ২৭০ এর কোটা পেরিয়ে যায়।

মিস কররেন না মিরাজ, এক রান-ই নিলেন। ৬৬তম ওডিআই খেলতে নেমে অপরাজিত থেকে ৮৩ বলে ৮ বাউন্ডারি আর ৪ বিশাল ছক্কা দিয়ে পূর্ণ করলেন সেঞ্চুরি। যা মিরাজের ক্যারিয়ারে প্রথম, এবংকোন ছোট দলের বিপক্ষে না, ভারতের মতো প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তির বিপক্ষে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G