ক্রীড়া প্রতিবেদক
মিরপুর টেস্টে বাংলাদেশ এভাবে ভারতকে চেপে ধরবে, শুরুতে বিশ্বাস হয়নি। মাত্র তো ১৪৫ রানের টার্গেট ভারতের। তাতেই শেষ বিকেলে ৪ উইকেট পতন!
এটা বাস্তবতা, মিরাজের স্পিনে কাপছে ভারত। মিরাজ একাই পকেটে জমা করলেন ৩ উইকেট। বাংলাদেশের ১ম ইনিংসের ২২৭ আর পরের ইনিংসে ২৩১, অপর দিকে ভারত ১ম ইনিংসে ৩১৪। ফলে ১৪৫ রানের মিশন।
কিন্ত ভারত দলীয় ৩ রানে রাহুর, ১২ রানে পুজারা, ২৯ রানে গিলকে হারিয়ে দিশেহারা এক ডুবন্ত জাহাজ।
নাবিকের দ্বায়িত্ব নিলেন কোহেলী। কিন্ত মিরাজের স্পিনে কাঁপছিলে কোহেলি।
শেষ অবদি মিরাজের বলেই মুমিনুল হকের হাতে ধরা পড়লেন কোহেলি। স্কোর ৪ উইকেটে ৪৫, এখন ১০০ রানজমা করতে হবে ভারতকে।
মিরপুরের উইকেটে ৪৫ রান তুলতেই ৪ উইকেট পতন, তখন ১০০ রান তোলা কতটা কঠিন তা তো ভালোই বুঝতে পারছে ভারত।