মির্জা আব্বাসের পক্ষে প্রচারণায় স্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
বুধবার সকালে রাজধানীর দক্ষিণ গোড়ানের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিনি এই প্রচারণা শুরু করেন।
আফরোজা আব্বাস বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে মামলা থাকার কারণে তিনি প্রচারণায় আসতে পারছেন না। তাই তার পক্ষে আমি প্রচারণা চালাচ্ছি।’
তিনি বলেন, মামলা প্রত্যাহার করা হলে মির্জা আব্বাস প্রচারণা শুরু করবেন বলেও জানান মির্জা আব্বাসের স্ত্রী ।
‘আমি আশা করি নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং সবাই যেন নির্বাচনে সমান অধিকার পায় সেই ব্যবস্থা নিবে।’
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বুধবার ২ নম্বর ওয়ার্ডের গোড়ান থেকে ৪ নম্বর ওয়ার্ডের বাসাবো ও ৫ নম্বর ওয়ার্ডের কমলাপুরে প্রচারণা চালাবেন তিনি। সবশেষে ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচারণা চালাবেন।
প্রচারণা চালানোর সময় আফরোজার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক হাবিবা চৌধুরী বীথি, সহসাংগঠনিক সম্পাদক নিলুফার চৌধুরী নিলুসহ দলের আরো অনেক নেতাকর্মী।
প্রতিক্ষণ/এডি/নূর