মির্জা ফখরুলের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি, ১০ ডিসেম্বর অনুমতি চেয়েছে বিএনপি

প্রকাশঃ নভেম্বর ১৫, ২০২২ সময়ঃ ১০:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘হাসিনা সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকারকে পদত্যাগ করানোই বিএনপির অন্যতম লক্ষ্য। ’

তিনি বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে আছে এবং থাকবে। তত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কিছিই ভাবছে না।

অন্য দিকে বিএনপি ১০ ডিসেম্বর সমাবেশ করতে অনুমতি দেয় আবেদন করেছে বলেও জানা গেছে।

বিএনপি নেতারা আজ ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ)-র কাছে ১০ ডিসেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন দিয়েছে। এবং এরপর নেতারা মিডিয়ার সামনে বলেছে, তারা পুলিশ বিভাগের কাছে সমাবেশ-কালে নিরাপত্তা চেয়েছে।

অন্যদিকে ডিএমপি বলেছে, সমাবেশ আয়োজনের কারণে যদি কোন অরাজকতা সৃষ্টি হয় তাহলে সেটা বিএনপি দায় বহন করতে হবে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G