মিলনসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ২:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪২ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

milonlawগাড়ি ভাঙচুর মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন ও তার স্ত্রী নাজমুন্নাহার বেবিসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুর একটায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আতোয়ার রহমান এ আদেশ দেন।

মিলনের আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মাইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার চারটি মামলায় হাজিরা দেয়ার কথা ছিল।

তবে তিনি বিদেশে অবস্থান করায় আদালতে উপস্থিত হতে পারেন নি। একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করলেও অপর তিনটি মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাঙচুরের অভিযোগ এনে মিলনসহ ২০ জনের বিরুদ্ধে ২০০৯ সালে মামলা করেন স্থানীয় কলিম উল্ল্যাহ নামে এক ব্যক্তি। এ মামলার বাদী ও সাক্ষী উপস্থিত থেকে সাক্ষ্য দিলে আদালত মিলনসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে মামলার অন্য ১২ জন উপস্থিত থাকায় তাদের জামিন দেয়া হয়।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের বিরুদ্ধে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মোট ৩১টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি ২০১০ সালের ১৪ মার্চ গ্রেফতারের পর দেড় বছর কারাবাস শেষে ২০১১ সালের জুন মাসে কুমিল্লা কারাগার থেকে জামিনে মুক্তি পান। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন বলে জানা গেছে।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G