মিশরে বন্ধ হচ্ছে ২৭ হাজার মসজিদ

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

misor‘উগ্রপন্থা’ প্রচারের অভিযোগ এনে মিশরে ২৭,০০০ মসজিদ বন্ধ করে দিচ্ছে সে দেশের সরকার।

মসজিদ বন্ধের ওই সরকারি (বৃত্তিদান মন্ত্রণালয়) সিদ্ধান্তকে  বৈধ বলে এক রায় দিয়েছে মিশরীয় একটি আদালত।

১৮ ফেব্রুয়ারি দেয়া আদালতের এই রায়ের ফলে মিশরের প্রত্যন্ত এলাকায় স্থাপিত ছোট আকারের মসজিদগুলো বন্ধ হয়ে যাচ্ছে।

মিশরের গ্রামাঞ্চলে স্বল্প দূরত্বে অনেক ছোটখাট অনেক মসজিদ রয়েছে যেগুলো সরকাররের এই সিদ্ধান্তে বন্ধ হয়ে যাবে।

সরকার নতুন যে আদেশ জারি করেছে তাতে বলা হয়েছে, ৮০ বর্গমিটারের কম দূরত্বে কোনো মসজিদ থাকলে তা বন্ধ করে দেয়া হবে। যেসব মসজিদ জুমার নামাজের মসজিদের শর্ত পূরণ করতে পারবে না সেগুলোও বন্ধ করে দেয়া হবে।

‘জঙ্গিবাদ ও উগ্রপন্থা’ থেকে তরুণদের বাঁচাতেই এসব পদক্ষেপ নেয়া হয়েছে দাবি সরকারের। এসব মসজিদ বন্ধের ফলে জুমার নামাজের মসজিদগুলোতে মুসল্লিদের স্থান সংকুলার কঠিন হয়ে পড়বে।

সরকারি এই সিদ্ধান্তের ফলে গ্রামাঞ্চলের ছোট ছোট মসজিদ ছাড়াও শহরে অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক ভবন ও কারখানায় যেসব প্রার্থনাকক্ষ রয়েছে তাও বন্ধ হয়ে যাবে। সূত্র: আল-মনিটর।

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G