মিশরে ব্রাদারহুডের ১৮৩ সমর্থকের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম
নিষিদ্ধঘোষিত মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সমর্থককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে মিশরের একটি আদালত। পুলিশ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার তাদের এ দণ্ড দেয়া হয়।
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিশরের প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমাতচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এর নেতৃত্ব দেন ওই সময়ের সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ সিসি। এ ঘটনায় পুরো মিশরজুড়ে বিক্ষোভ করে মুসলিম ব্রাদারহুড সমর্থকরা। বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সহিংসতায় জড়িয়ে পড়ে মুরসি সমর্থকরা। ওই বছর আগস্টে কারদাসা শহরে মুরসিপন্থিদের সঙ্গে সংঘর্ষে ১৬ পুলিশ সদস্য নিহত হয়। এ ঘটনায় ব্যাপক ধরপাকড় করা হয় মুরসি সমর্থকদের।
সোমবার পুলিশ হত্যায় দায়ের করা মামলায় মিশরের একটি আদালত ব্রাদারহুডের ১৮৩ জনকে মৃত্যুদণ্ড দেয়। এদের মধ্যে ৩৪ জন আদালতে হাজির ছিল না।
প্রতিক্ষণ/এডি/মুক্তা