মিশ্রাবস্থায় ডিএসই’র লেনদেন শেষ
প্রতিক্ষণ ডেস্ক
মিশ্রাবস্থায় লেনদেনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর বুধবারের কার্যদিবস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে সামান্য। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে ৮৪২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬ কোটি ৭৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৮৩৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১১ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১১০ পয়েন্টে। তবে বেড়েছে ডিএস৩০ সূচক। এই মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৬০ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- খুলনা পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, এসিআই, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটিড, সাইফ পাওয়ারটেক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, এসিআই ফরমুলেশনস এবং গ্রামীণফোন।।
বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৭১টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর