আন্তর্জাতিক ডেস্ক
মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো আয়োজনে এ বছরের মিস ইউনিভার্স হিসেবে ঘোষণা করা হয় মিস ফিলিপাইন পিয়া আলোনসো উরসবার্গের নাম। কিন্তু অনুষ্ঠানের উপস্থাপক স্টিভ হার্ভে প্রথমে ভুল বিজয়ীর নাম ঘোষণা করেন এবং এতে অনুষ্ঠানে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়।
গতকাল রবিবার রাতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এ প্রতিযোগিতাটি আয়োজন করা হয়।
চূড়ান্ত মনোনয়নের জন্য ৮০টি দেশের ৮০ জন সুন্দরীর মধ্য থেকে সেরা ৩ জনকে বেছে নেয়া হয়। অনুষ্ঠানের উপস্থাপক স্টিভ হার্ভে প্রথমে তৃতীয় রানার আপ হিসেবে মিস ইউএসএর নাম ঘোষণা করেন। তারপর বিজয়ী হিসেবে মিস কলম্বিয়ার নাম ঘোষণার করার পরে দ্বিতীয় রানার আপ হিসেবে মিস ফিলিপাইনের নাম ঘোষণা করেন। মিস ইউনিভার্স হিসেবে মিস কলম্বিয়া মুকুট ও ফুলের তোড়া পাওয়ার পরে উপস্থাপক হার্ভে বলেন, তিনি ভুল করেছেন এবং মিস ফিলিপাইন হলেন আসল বিজয়ী।
এসময় উপস্থাপক তার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বিজয়ী হিসেবে মিস ফিলিপাইন পিয়া আলোনসো উরসবার্গের নাম ঘোষণা করেন। এরপর মিস কলম্বিয়া আরিয়াডনা গুটিরেজ আরেভালোর মাথা থেকে মুকুট খুলে বিজয়ী মিস ফিলিপাইন উরসবার্গের মাথায় মুকুট পরিয়ে দেন গতবছরের বিজয়ী কলম্বিয়ার পাওলিনা ভেগা।
প্রতিক্ষণ/এডি/এফটি