তলোয়ারবাজ মীনাক্ষি

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৭ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

mena 02প্রতিভা কিংবা ইচ্ছাশক্তির কাছে কখনোও বাঁধা হয়ে দাঁড়াতে পারে না বয়স।, ভারতের কেরালা রাজ্যের মীনাক্ষি গুরুক্কালের প্রতিভা এরই এক বাস্তব উদাহারণ। ৭৬ বছর বয়সেও তলোয়ার চালানোতে মীনাক্ষি গুরুক্কালের ক্ষিপ্রতা আর প্রাচীন ভারতীয় মার্শাল আর্টে কালারিপায়াত্তুতে দক্ষতা বিস্মিত করছে সবাইকে।

৬৬ বছর ধরে তিনি চালিয়ে যাচ্ছেন এই তলোয়ারবাজি ও কালারিপায়াত্তু। এলাকাবাসির কাছে নানি কিংবা আম্মা হিসেবে পরিচিত মীনাক্ষি যে শুধু তলোয়ার কিংবা কালারিপায়াত্তু লড়েন তা কিন্তু নয়, বর্তমানে ভাটাকারার কাদাথানন্দন কালারি সঙ্গম মন্দিরে এই বিদ্যা শেখারোর প্রশিক্ষণও দিচ্ছেন তিনি।

mena 01মীনাক্ষি জানান, ৬৬ বছর ধরে কালারিপায়াত্তু চর্চা করছি। বর্তমানে শতাধিক শিক্ষার্থীকেও প্রাচীন এই বিদ্যা শিখাচ্ছি। আমার অকে ছাত্র-ছাত্রীই এখন কালারিপায়াত্তুর শিক্ষক হয়ে গেছেন।

কিন্তু এই বয়সেও মীনাক্ষির এমন ইচ্ছাশক্তি প্রসঙ্গে মীনাক্ষি আরোও বলেন, কালারিপায়াত্তু চর্চার জন্য ব্যায়াম ও অনুশীলনের পাশাপাশি প্রয়োজন একনিষ্ঠ মনোযোগ। আমি সেগুলো চর্চা করি।

সম্প্রতি সামজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মীনাক্ষি তার অর্ধেকেরও কম বয়সী এক যুবকের সঙ্গে তলোয়ার ও কালারিপায়াত্তু লড়ছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটির দর্শক সংখ্যা ইতিমধ্যেই ১২লাখ ছাড়িয়ে গেছে।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G