এবার মীনা বাজারকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
আগোরার পর এবার ভেজাল খাদ্য মজুদ এবং বিক্রি করার অভিযোগে চেইনশপ মীনা বাজারকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে ধানমণ্ডির মীনা বাজার শাখায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
দীর্ঘদিন ধরেই ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি করে আসছে মীনা বাজার। এর আগে অনেকবার জরিমানা করা সত্ত্বেও বন্ধ হচ্ছে না তাদের এই ভেজাল খাদ্যদ্রব্য বিক্রির ব্যবসা। তাদের বিক্রিত এসব খাবার খেয়ে ক্যানসার, লিভার পচে যাওয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন ক্রেতারা। আর এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে এদেশের শিশুরা।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ভেজাল পণ্য বিক্রি বন্ধে আমরা একটি গাইডলাইন তৈরি করেছি। প্রত্যেকটি সুপারশপে আমাদের একটি করে অভিযোগ বক্স রাখা হবে। ক্রেতারা সেখানে যেকোন অভিযোগ করতে পারবেন। পরে ক্রেতাদের ঐ অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। শুধু জরিমানা করে সমাধান হবে না, ক্রেতারদেরকেও সচেতন হতে হবে।
এর আগে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউটের (বিএসটিআই) ছাড়পত্র ছাড়া অবৈধভাবে লোগো ব্যবহার এবং শান্তিনগরের আউটলেটে মাংসের প্যাকেটে মেয়াদ না লেখা এবং পচা মাছ বিক্রির দায়ে জরিমানা করা হয় মীনা বাজারকে।
প্রতিক্ষণ/এডি/এফটি