মীনা মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন প্রীতি

প্রকাশঃ অক্টোবর ২৪, ২০১৫ সময়ঃ ৪:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

804507_406713686185176_651019777_n

দ্বিতীয় বারের মতো ইউনিসেফ মীনা মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন জান্নাতুন নাঈম প্রীতি । গণমাধ্যমে শিশু অধিকার বিষয়ক সংবাদ প্রকাশে অবদান রাখার জন্য সম্প্রতি ৪৫ জন গণমাধ্যম কর্মীকে পুরস্কৃত করেছে ইউনিসেফ। ১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে প্রিন্ট মিডিয়া (প্রতিবেদন) ক্যাটাগরিত ”একটি পরিচয়-যার নাম বাংলাদেশ” শীর্ষক প্রতিবেদনের জন্য গণমাধ্যমের মর্যাদাপূণ এই আসরে তৃতীয় পুরস্কার অর্জন করে নেয় প্রীতি ।
রাজধানীর একটি অভিজাত হোটেলে এক আড়ম্ববরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়েছে একাদশ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৫। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ইউনিসেফ শুভেচ্ছা দূত আরিফা জামান মৌসুমী ও জুয়েল আইচ এবং ইউনিসেফ বাংলাদেশের সহকারী প্রধান লুইস ভনো পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার বাবদ ক্রেষ্ট, সনদপত্র ও সম্মানি চেক বিতরণ করেন।
২০১৪ সালে অনুষ্ঠিত মীনা মিডিয়া অ্যাওয়ার্ডেও সাফল্য ছিলো প্রীতির । ১৮ বছরের নিচে সৃজনশীল বিভাগে ”বাংলাদেশ নামটি যেভাবে হল” শীর্ষক বইটির জন্য প্রথম স্থান লাভ করে সে ।

শৈশব থেকেই প্রীতির বেড়ে ওঠা লেখালেখি এবং সাহিত্যের সাথে । ছোটবেলা থেকেই গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, অভিনয়, বিতর্ক, ছবি আঁকাসহ বহুমুখী বিভিন্ন ক্ষেত্রে সরব পদচারনা থাকলেও লেখালেখিকে মূল নেশা হিসেবে নিয়ে নিয়মিত গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখে চলেছেন দেশে এবং দেশের বাহিরে থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক, পত্রিকা, অনলাইন ও ব্লগে । পেয়েছেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, সেইসাথে কাজ করছেন মাইক্রোসফট, সিআরআই ও ইয়ং বাংলা এবং হিমু পরিবহণের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে ।

ভবিষ্যতে বাংলাসাহিত্যকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চাওয়ার পাশাপাশি, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে তাদের জন্য আজীবন কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রীতি ।

 

প্রতিক্ষণ/এডি/এস. টি.

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G