মুকসুদপুর পৌর নির্বাচনে আ. লীগের প্রার্থীর জয়
এস এম সাব্বির, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আতিকুর রহমান মিয়া ছয় হাজার ৭১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চামচ প্রতীকের মো. মিজানুর রহমান মৃধা (মন্টু) পেয়েছেন দুই হাজার ১৮৫ ভোট। ধানের শীষ প্রতীকের বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান লিপু ৭৭৫ ভোট।
প্রায় ১৭ বছর পর এই পৌরসভায় মঙ্গলবার সকাল ৮টা থেকে থেকে বিকেল ৪টা পর্যন্ত কানোরূপ অভিযোগ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নয়টি কেন্দ্রে ৪৫টি বুথে মোট ভোটার ছিল ১৪ হাজার ৯৩৭ জন। ১২ হাজার ৩৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৮২ দশমিক ৮২ শতাংশ।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৩ জন ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী ছিলেন।
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোট কেন্দ্রে ১০ জন পুলিশ, ১৭ জন আনসার এবং নয়টি নির্বাচনী কেন্দ্রের জন্য নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত ছিলেন। দুই প্লাটুন বিজিবি ও র্যাবের দুটি টিম এবং সাতটি ভ্রাম্যমাণ আদালত ও স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল। এছাড়া সাংবাদিক ভাইয়েরা পর্যবেক্ষণ করেছেন। সব মিলিয়ে সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাই