মুক্তিযোদ্ধা আব্দুল মজিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৬ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১২ অপরাহ্ণ

মোহাম্মদ সাকিব চৌধুরী (দিনাজপুর প্রতিনিধি)

indexদিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের মন্ডল পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় পাকেরহাট জিয়ার মাঠে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল সোমবার দুপুর ২ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিডনিজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।

রাষ্টের পক্ষে অভিবাদন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমান। এসময় উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদুর রহমান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আত্মীয় স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নামাযে জানাযায় অংশ নেন।
                           

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G