নিজস্ব প্রতিবেদক
এবারের ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে অসম প্রেমের গল্প নিয়ে ভিন্ন ধারার সিনেমা ‘ভালোবাসবোই তো’।
আগামী ১৪ ফেব্রুয়ারি ছবিটি ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাবে। একই সঙ্গে ঐদিন দুপুর ২টার সংবাদের পর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার করবে চ্যানেল আই।
ছবিতে প্রথমবারের মতো সিনেপর্দা ভাগাভাগি করেছেন প্রিয়দর্শনী নায়িকা মৌসুমী ও সুপার হিরো খ্যাত নিলয়। প্রয়াত নির্মাতা বেলাল খানের শেষ ছবি ‘ভালোবাসবোই তো’। ছবিটির অর্ধেক কাজ শেষ করা অবস্থায় এ নির্মাতা মারা যান। তার অসমাপ্ত ছবির কাজ শেষ করেন ছবির নায়িকা চিত্রনায়িকা মৌসুমী।
ভালোবাসা দিবস উপলক্ষে দুই প্রজন্মের দুই তারকার রোমান্টিক জুটিবদ্ধ ছবিটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম। ছবিতে মৌসুমী ও নিলয় ছাড়াও থাকবেন চিত্রনায়ক ওমর সানি।
প্রতিক্ষণ/এডি/এফটি