বিনোদন ডেস্ক
সুপারস্টার রজনীকান্ত মানেই নতুনকিছু, নিত্যুনতুন এক চমক। পর্দায় আসছেন মানেই নতুন এক চরিত্রে দেখা মিলবে দর্শকদের কাছে। দক্ষিণ ভারতের চলচ্চিত্রে যাকে ‘ঈশ্বর’ খ্যাত অভিনেতা মনে করা হয় তিনি হলেন রজনীকান্ত। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন একটি ছবি ‘কাবালি’র টিজার।
গত ৩০ এপ্রিল ভিডিও শেয়ারিং এর ওয়েবসাইট ইউটিউবে প্রকাশ করা হয় রজনীকান্তের ‘কাবালি’র টিজার। আর প্রকাশের মাত্র ৬ দিনের মধ্যেই ভিডিও সর্বমোট ১০ মিলিয়ন বার দেখা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত ১ কোটি দর্শক দেখে ফেলেছেন ভিডিওটি। যা কিনা স্বল্প সময়ে এশিয়ার যেকোনো ছবির টিজারের চেয়েও বেশিবার দেখার রেকর্ড গড়েছে। এটি নিঃসন্দেহে ‘কাবিালি’ এর জন্য শুভ বার্তা।
প্রকাশ হওয়া এই টিজারটিতে সুপার অ্যাকশানের ভূমিকায় দেখা গেছে ৬৫ বছরের রজনীকান্তকে । এই দৃশ্যে প্রিয় তারকাকে পেয়ে আনন্দে যেন ভাসছেন ভক্তরা। তাই তো ‘কাবালি’র টিজারটিও রীতিমতো রেকর্ড গড়ে বসেছে।
ছবি মুক্তির আগেই দর্শকদের এমন সাড়া দেখে বোঝা যাচ্ছে দক্ষিণের এই সুপারস্টার আজও দর্শকদের মনে কতটা জায়গা জুড়ে আছেন। সেইসঙ্গে আঁচ করা যাচ্ছে এই ছবিটির সম্ভাব্য সাফল্যও।
আশা করা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখে মুক্তি পাবার কথা রয়েছে রজনীকান্তের ‘কাবালি’।
প্রতিক্ষণ/এডি/আরএম