মুক্তি পাচ্ছে জয়ের ‘প্রার্থনা’

প্রথম প্রকাশঃ জুন ৫, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

joy prarrthonaবিনা কর্তনেই ছাড়পত্র পেয়েছে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘প্রার্থনা’। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ছবিটি।

অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন মৌসুমী নাগ ও কল্যাণ। ১৮ বছর ধরে জয় অভিনয়ের সঙ্গে যুক্ত। পাশাপাশি লেখালেখিও করছেন তিনি।

চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে জয় সংবাদ মাধ্যমকে বলেন, ‘এই ছবিটি আমার শোবিজ ক্যারিয়ারের অভিজ্ঞতার ফসল। বিনা কর্তনে যখন ছবিটির সেন্সর ছাড়পত্র পাওয়ার খবর পেয়েছি, তখন যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না।

ব্যস্ততার কারণে বর্তমান সমাজে মা-বাবারা সন্তানদের সময় দেয়ার কথা ভুলে যান। বেশির ভাগ ক্ষেত্রেই মা-বাবা গৃহপরিচারিকার ওপরই পুরোপুরিভাবে নির্ভর করেন। এতে বেশির ভাগ সন্তানকে অনেক প্রতিকূল পরিবেশ-পরিস্থিতির মধ্যে পড়তে হয়। একটা পর্যায়ে এসব সন্তান বিপথে চলে যায়। এ ধরণের সমসাময়িক কিছু বিষয় ছবিটিতে তুলে ধরা হয়েছে। ‘প্রার্থনা’র মুক্তি প্রসঙ্গে জয় বলেন, ‘ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের সঙ্গে কথা বলে সুবিধাজনক সময়ে মুক্তি দেব।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G