নিজস্ব প্রতিবেদক
পরিচালক এফআই মানিক পরিচালিত ছবি ‘দুই পৃথিবী’ মুক্তি পাচ্ছে। ছবিটি আগামী ২৯ মে শুক্রবার মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।
দুই পৃথিবী ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা। সম্প্রতি ছবিটির শুটিং শেষে সেন্সরে জমা দেয়া হয়েছে।
ছবিটি সম্পর্কে পরিচালক এফআইমানিক বলেন, ‘কিছুদিন আগে ‘দুই পৃথিবী’ ছবির কাজ শেষ করলাম। সেন্সরে জমাও দেয়া হয়েছে। শিগগির আমরা সেন্সরের ছাড়পত্র হাতে পাবো। আশা করছি ২৯ মে শতাধিক হলে মুক্তি দিতে পারবো ছবিটি।’
উল্লেখ্য, চলতি বছরে শাকিব-অপু জুটির প্রথম ছবি এটি। এছাড়া শাকিব খানের এই বছরের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত ছবি হবে এটি। পাশাপাশি ছোট পর্দার প্রিয়মুখ অহনার চলচ্চিত্রে অভিষেক ঘটছে এই ছবি দিয়েই। তাই দুই পৃথিবী নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সন্ধানী কথাচিত্রের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করেছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা প্রমুখ। ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর