মুক্তি পাচ্ছে হাসন রাজা

প্রথম প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৫ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

03_hason-rajaজানুয়ারিতে মুক্তি পাচ্ছে মরমী সাধক হাসন রাজার জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘হাসন রাজা’।

এরইমধ্যে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। তবে ভারতে বাপ্পী লাহিড়ীর স্টুডিওতে চলচ্চিত্রটির ডাবিং করার কথা থাকলেও ভিসা জটিলতায় ভারতে যেতে পারেনি বাংলাদেশি শিল্পীরা। ড. সেলিম আল দীন, মঞ্জুরুল ইসলাম ও মাসুম রেজার রচনায় এটি নির্মাণ করছেন বৃটেন প্রবাসী চলচ্চিত্রকার রুহুল আমিন। হাসন রাজার ভূমিকায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। গল্পে হাসন রাজা দুই নারীকে ভালোবাসেন। দুই নারীর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শামীমা তুষ্টি ও কলকাতার রাইমা সেন।

হাসন রাজাকে নিয়ে এটি প্রথম চলচ্চিত্র নয়। ২০০৩ সালে বরেণ্য নির্মাতা চাষী নজরুল ইসলাম করেছিলেন ‘হাছন রাজা’। ওই সিনেমায় অভিনয় করেছিলেন হেলাল খান, মুক্তি, শমী কায়সার, শিমলা ও ববিতা

প্রতিক্ষণ/এডি/বিএ

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G