মুখে অবাঞ্ছিত লোম কেবল নারীদের জন্য নয়, অনেক পুরুষের জন্যও বিব্রতকর একটি সমস্যা। কপালে, গালে, কানের পাশে ইত্যাদি অনেক স্থানেই হয়ে থাকে অবাঞ্ছিত লোম। মেয়েদের ক্ষেত্রে ঠোঁটের উপরের লোম তো খুবই বাজে দেখায়। আধুনিক চিকিৎসার পাশাপাশি প্রাকৃতিক উপায়েও মুখের অবাঞ্চিত লোম দূর করা সম্ভব। আসুন জেনে নেই সেই পদ্ধতিগুলোঃ
* ২ টেবিল চামচ বেকিং সোডা ২০০ এমএল ফুটন্ত পানির সাথে মিশিয়ে নিন। তারপর পানি ঠাণ্ডা করে কয়েক টুকরো সুতি কাপড় বা গোঁজ এই মিশ্রণে ভিজিয়ে একটু নিংড়ে নিন। তারপর সেই স্থানে লাগিয়ে রাখুন যেখানে বেশী লোম গজায় এমনভাবে মুখে লাগান, যেন কাপড় বা ব্যান্ডেজের টুকরো সারা রাত মুখে লেগে থাকে। টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন, সেটা বেশ ভালো ভাবে লেগে থাকে। সকালে মুখ ধুয়ে খুব ভালো ময়েসচারাইজার লাগিয়ে নিন। ২/৩ দিন ব্যবহার করলেই বাড়তি লোম ঝরে পড়তে শুরু করবে। মুখে কাপড় লাগিয়ে ঘুমাতে না পারলে আক্রান্ত স্থানে মিক্সচার মাখুন। শুকিয়ে গেলে আবারও মাখুন। এমন করে কয়েকবার দেয়ার পর সম্পূর্ণ শুকিয়ে গেলে মুখ না ধুয়েই বিছানায় যান। তবে এভাবে লোম ঝরতে সময় লাগবে।
* রসুন মুখের অবাঞ্ছিত লোম দূর করতেও দারুণ এক্সপার্ট। কী করবেন? তেমন কিছুই না। রসুন টুকরো করে নিন। আক্রান্ত স্থান গুলোতে ঘষুন। আধা ঘণ্টা রাখুন, তারপর ধুয়ে ফেলুন। দিনের মাঝে বেশ কয়েকবার এমন করুন। ৩/৪ দিনের মাঝেই হেয়ার গ্রোথ কমে আসবে।
* হলুদ ত্বকের জন্য সবচেয়ে বেশি উপকারী। এটি মুখের অবাঞ্চিত লোম কমাতেও সাহায্য করে। আর এর ব্যবহারে ত্বক হয়ে ওঠে হলুদাভ। এছাড়াও এটি ত্বকের বিভিন্ন ধরণের সমস্যা থেকেও মুক্তি দেয়। প্রথমে হলুদের গুঁড়ার সাথে পানি মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন । তারপর মুখে লাগিয়ে কয়েক মিনিট রাখুন। শুকিয়ে গেলে গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুখটা মুছে ফেলুন। তাহলে হলুদ এবং লোম দুটোই চলে যাবে।
* আদিকাল থেকেই আমরা দেখে আসছি আমাদের দাদি-নানিরা ফেসপ্যাকের জন্য বেসন ব্যবহার করে আসছেন। এই বেসনের সাথে হলুদের গুড়া মিশিয়ে তৈরি ফেসপ্যাকটি যদি মুখে লাগানো যায় তাহলেও মুখ থেকে অবাঞ্চিত লোম চলে যাবে। আর সেই সাথে মুখের ত্বক হয়ে উঠবে অনেক বেশি মসৃণ। সমপরিমাণ বেসন আর হলুদের গুঁড়া মিশিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করুন। তারপর এটি মুখে মেখে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে আসলে গরম পানিতে ডুবানো একটা কাপড় দিয়ে মুখ মুছে ফেলুন। তাহলেই লোম চলে যাবে।
* ত্বক এবং চুলের জন্য ডিম খুবই উপকারী। একটা ডিমের সাদা অংশের সাথে আধা চামচ ময়দা ও এক চামচ চিনি মিশিয়ে ভালভাবে পেস্ট করে নিন। পরে পেস্টটি মুখে ভালভাবে লাগিয়ে নিন। কিছুক্ষণ পর তা শুকিয়ে আসলে ধুয়ে ফেলুন। তাহলে অবাঞ্চিত লোম চলে যাবে। তবে এটা করা একটু কষ্টকর হলেও এটি ভাল ফল দেয়।
প্রতিক্ষণ/এডি/জেবিএম