মুছে যাওয়া তথ্য ফিরিয়ে দিবে আইফোন
অনেক সময় ভুলবশত স্মার্টফোনের অনেক তথ্য হারিয়ে যায়। অনেকে কী করবে ভাবতে না পেরে রীতিমত মাথা চুলকাতে থাকেন। তবে চিন্তা নেই স্মার্টফোনটি যদি হয় অ্যাপলের। কেননা অ্যাপলের হালনাগাদ আইক্লাউড ব্যবস্থায় আইফোনের মুছে যাওয়া তথ্য ফিরে পাওয়া আগের চেয়েও সহজ করা হয়েছে।
আগে আইক্লাউডে তথ্য পুনরুদ্ধার ব্যবস্থা অনেককেই ধাঁধায় ফেলত। কিন্তু এখন আইক্লাউডের ওয়েবসাইটে (iCloud.com) অ্যাডভান্স সেটিংসে গেলে তিনটি অপশন দেখতে পাবেন, রিস্টোর ফাইল, রিস্টোর কনটাক্ট এবং রিস্টোর ক্যালেন্ডার ও রিমাইন্ডার। প্রতিটি অপশনেই বেশ কয়েকটি তারিখ দেখাবে। এই তারিখগুলো শেষ কবে আইফোনের তথ্য সংরক্ষণ করা হয়েছে। এই তারিখগুলোর নির্দিষ্ট দিন পর পর। ক্যালেন্ডার সেটিংসে তিন দিন পর তারিখ দেখায়, আবার কনটাক্টের তারিখ দেখা যাবে সপ্তাহ পর।
তারিখ নির্ধারণ করে রিস্টোরে ক্লিক করলে ওই সময়ের অবস্থায় চলে যাবে আইফোন। এর মানে হলো মুছে ফেলা তথ্য আবার ফিরে আসবে।
তবে রিস্টোরকৃত তথ্য পুনরায় ক্যালেন্ডার ও রিমাইন্ডারের সঙ্গে কনটাক্টের পুনরায় সম্পর্ক স্থাপন করতে হবে। আর রিস্টোর ক্লিক করার পর জানা যাবে না কী কী ফাইল পুনরায় ফিরে এসেছে। এটি ব্যবহারকারীর নিজেকেই খুঁজে বের করতে হবে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ