মুজাহিদ-সাকার আপিল শুনানি কার্যতালিকায়

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৫ সময়ঃ ১০:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

indexমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল মামলা শুনানির জন্য কার্যতালিকায় এসেছে।

বুধবারের (২৯ এপ্রিল) কার্যতালিকায় মামলা দু’টি যথাক্রমে ৪ ও ৫ নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত ১৫ এপ্রিল মামলা দু’টির শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের পৃথক সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন শুনানি পিছিয়ে দিন ২৮ এপ্রিল পুনর্র্নিধারণ করেন আপিল বিভাগ। তবে মঙ্গলবারের কার্যতালিকায় না এসে বুধবারের কার্যতালিকায় এসেছে।

আইনজীবীর ‘অসুস্থতা’ দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং ‘প্রস্তুতি নেই’ কারণ দেখিয়ে সাকা চৌধুরীর পক্ষে ওইদিন আট সপ্তাহের সময়ের আবেদন জানানো হয়। তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১৪ জানুয়ারি মুজাহিদের আপিল মামলার শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে পিছিয়ে যায়। গত ৩১ মার্চ ও ৬ এপ্রিলের কার্যতালিকায়ও ছিল মুজাহিদ-সাকার আপিল মামলা। তবে ওই দু’দিন আপিল বিভাগের কার্যক্রমের সময় শেষ হয়ে যাওয়ায় শুনানি হয়নি।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G