মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে গুলি

প্রকাশঃ ফেব্রুয়ারি ৯, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১২ অপরাহ্ণ

জেলা প্রতিক্ষণ, প্রতিক্ষণ ডটকম :

মুন্সিগঞ্জমুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় সোমবার বিএনপির মিছিলে আকস্মিক গুলি-বর্ষণে ফটো সাংবাদিকসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

মুন্সীগঞ্জ বার্তা ডটকম নামে অনলাইন পোর্টালের প্রধান ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন (১৯) ও শহর ছাত্রদলের কার্যকরী সদস্য মো. শাওনকে (২৪) গুলিবিদ্ধ অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বেলা সাড়ে ১১ টার দিকে মুক্তারপুরস্থ ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পাদদেশে হরতাল সমর্থকরা মিছিল বের করলে এই ঘটনা ঘটে। তবে পুলিশ গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে।

এ দিকে প্রাক্তন উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই দাবি করেন, হরতালের সমর্থনে শান্তিপূর্ণ মিছিল বের করে নেতা-কর্মীরা। এ সময় পুলিশ অযথাই মিছিলটি ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি গুলি ছুড়ে।

সদর থানার ওসি আবুল খায়ের ফকির ও মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, মিছিলের নামে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালালে বিএনপি নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মিছিলে বাধা দেয়। তবে মিছিলে পুলিশ কোনো গুলি ছুড়েনি। বর্তমানে মুক্তারপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G