মুম্বাইতে রাতে আযান ও ভজন নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
মুম্বাই এর জনবহুল এলাকাতে রাত ১০ টা থেকে সকাল ছয় টা পর্যন্ত উচ্চ শব্দ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। মসজিদ এবং মন্দিরের সৃষ্টকারী উচ্চ শব্দ বন্ধ করতে গত বছর সন্তোষ পাচলাগ নামের ভারতের মুম্বাই এর এক বাসিন্দা আদালতে একটি পিটিশন দায়ের করেন।
ঐ এলাকার পুলিশের ডেপুটি কমিশনার শাহজি উম্যাপ মুসলিম একতা ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে সোমবার একটি আলোচনার আয়োজন করেন। সেখানে মুসলিম ধর্মালম্বী সদস্যরা আদালতের ঘোষণায় একাত্মতা ঘোষণা করেন।
অনুমতিবিহীনভাবে মসজিদ এবং মন্দির নির্মান করায় পাঁচটি মসজিদ এবং দুটি মন্দিরের মাইক নামিয়ে দিয়েছে পুলিশ।
তবে উম্যাপ জানিয়েছেন, মন্দিরগুলো তাদের বিশেষ অনুষ্ঠানের সময় অনুমতি সাপেক্ষে ১২টা পর্যন্ত মাইক ব্যবহার করতে পারবে।
শব্দ দূষণ বন্ধে ভারতের সুপ্রিম কোর্টের এক আদেশের ভিত্তিতে এ আদেশ দেয়া হলো। এ ঘোষণায় দিউয়ালির মত অনুষ্ঠানে শব্দ করা আতশবাজি ফাটানোও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিভিশনের প্রধান বিচারপতি এ সময়ে শব্দের মাত্রা নির্ধারণ করে দিয়েছেন ৭৫ ডেসিবেল।
প্রতিক্ষণ/এডি/এনজে