মুলতানি মাটির ব্যবহার

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৮:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Multaniআদি যুগে, যখন স্যাম্পুর আবিষ্কার হয়নি তখন এর বিকল্প হিসেবে মুলতানি মাটির ব্যবহার করা হতো। চুল কিংবা ত্বকের যত্নে এ আয়ুর্বেদিক উপকরণটি হতে পারে আপনার দৈনন্দিন সঙ্গী। চলুন জানা যাক মুলতানি মাটির ব্যবহার।

চুলের আগা ফেটে গেলে:
চুলে তেল দেওয়ার পর মুলতানি মাটি লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। প্রতি সপ্তাহে একবার করলে চুলের আগা ফাটবে না।

শ্যাম্পুর বিকল্প হিসেবে:
শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি। মাথার ত্বকের অতিরিক্ত তেল দূর করে এটি। শুধু তাই নয়, এটি কন্ডিশনার হিসেবেও চমৎকার কাজ করে।

ত্বক পরিষ্কার করতে:
প্রাকৃতিক সাবান হিসেবে মুলতানি মাটির জুড়ি নেই। মুলতানি মাটির সঙ্গে নিম ও চন্দনের গুঁড়া মেশান। মিশ্রণটি সাবানের বিকল্প হিসেবে ব্যবহার করুন। ত্বক পরিষ্কার হওয়ার পাশাপাশি কোমল হবে ত্বক।

ত্বক উজ্জ্বল করতে:
নিয়মিত মুলতানির প্যাক ব্যবহার করতে ত্বকের জৌলুস বাড়ে।

রোদে পোড়া দাগ দূর করতে:
রোদে পোড়া দাগ দূর করে মুলতানি মাটি। রোদে পুড়ে যাওয়া অংশে মুলতানি মাটি লাগান। না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ব্রণ দূর করতে:
মুলতানি মাটির রঙে টমেটোর রস মেশান। মিশ্রণটি ব্রণের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ নিয়মিত করলে ব্রণ দূর হবে।

সব ধরনের ত্বকের জন্য:
সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায় মুলতানি মাটি। শুষ্ক ত্বকের যত্নে মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে ত্বকে লাগান। যাদের ত্বক তৈলাক্ত, তারা গোলাপজলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ত্বক পরিষ্কার করুন।

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G