মুসলমানরাই ভারতের সংখ্যাগরিষ্ঠ হবে

প্রকাশঃ এপ্রিল ৩, ২০১৫ সময়ঃ ২:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

ramdanবর্তমানে মুসলিম সংখ্যা গরিষ্ঠতার দিক দিয়ে ইন্দোনেশিয়া থাকলেও ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান থাকবে ভারতে।

তখন সারা বিশ্বে মুসলমানের সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৮০ কোটিতে।

আর ২০৭০ সালে অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ধর্মে পরিণত হবে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ সেন্টারের জরিপে এমন তথ্য মিলেছে। এতে বলা হয় ২০৫০ সালে বিশ্বে সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা হবে ১৪০ কোটি। পক্ষান্তরে ভিন্ন ধর্মাবলম্বীদের সংখ্যা হবে ২৯০ কোটি।

জরিপে দেখা গেছে বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা বাড়ছে। আর ভারতের আসাম রাজ্যে মুসলমানের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি । ২০৫০ সালে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে সবচেয়ে বেশি মুসলিম বাস করবে।

এতে আরো বলা হয় আগামী ৪০ বছরে খ্রিষ্ট ধর্মাবলম্বীরা সংখ্যায় সবচেয়ে বেশি বাড়বে।

জড়িপে বলা হয়েছে, যেকোনো ধর্মের চেয়ে ইসলাম ধর্মের প্রসার অনেক বেশি ঘটছে।  আর যেসব দেশে বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি, সেসব দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং জন্মহার স্থিতিশীল রয়েছে। যেমন চীন, জাপান ও থাইল্যান্ড। কিন্তু সে তুলনায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা সংখ্যায় বাড়ছে না।

প্রতিক্ষণ/এডি/নূর

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G