‘মুসলিম দেশগুলোই সিংহভাগ রিফিউজির ভার বইছে’

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০১৬ সময়ঃ ২:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

pinaki

মিয়ানমার নিয়ে প্রচুর কথা হচ্ছে চারদিকে। এরই একটি বিষয় নিয়ে ব্লগার, রাইটার এবং অনলাইন এ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য তাঁর ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। আমরা তাঁর বক্তব্য প্রতিক্ষণের পাঠকদের জন্য হুবহু তুলে ধরছি: 

আজকে আমার স্ট্যাটাসে একজন কলকাত্তাইয়া দাদা কমেন্টে প্রশ্ন করেছেন, মুসলিম দেশগুলো কেন রিফিউজিদের আশ্রয় দিচ্ছেনা?

সত্য কথা হচ্ছে যে, সারা পৃথিবীর মুসলিম সংখ্যাগুরু দেশগুলোই সিংহভাগ রিফিউজির ভার বইছে। ইউ এন এইচ সি আরের হিসাব অনুযায়ী এই মুহুর্তে পৃথিবীতে ২১.৩ মিলিয়ন মানুষ রিফিউজি আছে।

রিফিউজি আশ্রয়ের সংখ্যা অনুসারে সবচেয়ে বেশী রিফিউজি আশ্রয়দাতা ছয়টি দেশ।

১/ তুরস্কঃ ২.৫ মিলিয়নpinaki
২/ পাকিস্তানঃ ১.৬ মিলিয়ন
৩/ লেবাননঃ ১.১ মিলিয়ন
৪/ ইরানঃ ৯৭৯,৪০০ জন
৫/ ইথিওপিয়াঃ ৭৩৬,১০০ জন
৬/ জর্ডানঃ ৬৬৪,১০০ জন

মুক্তমনা আর স্যেকুলারেরা যেই ইউরোপ নিয়ে চিল্লায় যে রিফিউজি এসে দেশগুলো শেষ করে দিচ্ছে সেই দেশগুলোর অবস্থা দেখুন, কে কত রিফিউজি আশ্রয় দিয়েছে।

১/ জার্মানিঃ ৩১৬,১০০ জন

২/ রাশিয়াঃ ৩১৪,৫০০ জন
৩/ ফ্রান্সঃ ২৭৩,১০০ জন
৪/ সুইডেনঃ ১৬৯,৫০০ জন
৫/ ইউকেঃ ১২৩,১০০ জন
৬/ ইতালিঃ ১১৮,০০০ জন

তাই জেনে কথা বলুন, না জেনে অনুমানে কথা বলবেন না। কারণ, আমরা ঘাস খাইনা।

প্রতিক্ষণ/এডি/অনু

—–

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G