মুসল্লীদের দু’পক্ষের সংঘর্ষে নিহত এক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ১:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

downloadযশোরের চৌগাছায় মসজিদের প্রাচীর নির্মাণ নিয়ে মুসল্লিদের দু’পক্ষের সংঘর্ষে আশরাফ উদ্দিন (৬০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একই গ্রামের আরও দুইজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে চৌগাছার ফুলসর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ উদ্দিন ফুলসর গ্রামের আমির আলীর ছেলে। আহতরা হলেন- একই গ্রামের শাহ বক্সের ছেলে আসাদুল্লাহ (৫০) ও মহিদুল ইসলাম (৪৫)।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) শহিদুল ইসলাম জানান, মসজিদ কমিটির দু’পক্ষ প্রাচীর নির্মাণ নিয়ে বিভেদে জড়িয়ে পড়ে। একপক্ষর দাবি ছিল উত্তরপাশ দিয়ে প্রাচীর নির্মাণ করতে হবে। অন্যপক্ষের এতে সম্মতি ছিল না।

একপক্ষ সকালে উত্তরপাশ দিয়ে প্রাচীর নির্মাণ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। এনিয়ে মুসল্লিদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশরাফ উদ্দিনের মাথায় লাঠির আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা চৌগাছা হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত অপর দু’জন চৌগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G