মুসার বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
সুইস ব্যাংকে ১২ বিলিয়ন মার্কিন ডলার কিংবা বাংলাদেশে ১২০০ বিঘা জমি থাকার সপক্ষে যথাযথ তথ্য দিতে না পারায় আলোচিত অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান মুসা বিন শমসেরের (প্রিন্স মুসা) বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে দুদক আইন ২৬ (১) ও (২) ধারায় তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় কমিশন।
দুদক কমিশন সূত্রে জানা যায়, শিগগিরই তার বিরুদ্ধে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদিন শিবলী বাদী হয়ে মামলা করবেন।। আগামীকালের মধ্যে মামলাটি হতে পারে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুন দুদকে দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী সুইস ব্যাংকে মুসা বিন শমসেরের ১২ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৯৩ হাজার ছয়শ কোটি টাকা) ‘ফ্রিজ’ অবস্থায় রয়েছে। এ অর্থের তিনি কোনো দালিলিক তথ্য দেখাতে পারেননি। এছাড়া, গাজীপুর ও সাভারে তার নামে প্রায় ১ হাজার দুইশ বিঘা সম্পত্তি রয়েছে বলেও উল্লেখ করেন মুসা। এসব সম্পদের সঠিক উৎস না পাওয়ায় মামলার সিদ্ধান্ত নেয় দুদক।
প্রতিক্ষণ/এডি/এফটি