ক্রীড়া প্রতিবেদক
বিপিএলের ৯ম আসর, কাল ২টা ম্যাচ দিয়ে নতুন বছরে নতুন পথচলা শুরু। ৩ বারের শিরোপাধারী কুমিল্লা কাল সন্ধ্যায় মাঠে নামবে ১ বার শিরোপা জেতা রংপুরের বিপক্ষে।
সে মিশণে আজ সকালে কুমিল্লা তাদের শক্তিমত্তা জ্বালাই করতে মিরপুর একাডেমি মাঠে কুয়াশার মাঝেই অনুশীলন করতে নেমে পড়ে।
তবে কুমিল্লার তারকা মুস্তাফিজকে নিয়েই মিডিয়ার আলোচনাটা বেশি ছিল।
আগের সেই বোলিং ধারটা নেই কাটার মাস্টারের, দেখা গেল মুস্তাফিজ নিজের বোলিং লাইনআপ ঠিক করতেই বেশি পরিশ্রম করেছিলেন।
কুমিল্লার অন্য সদস্যরা পাশের নেটে ব্যাট হাতে চার-ছক্কার অনুশীলন চালাছে।
তারুণ নিরর্ভ কুমিল্লা কাল রংপুরের বিপক্ষে কতটা কি করতে পারবে সেটা ব্যাট-বলে যুদ্ধের চেয়ে টস জেতার উপর নিরর্ভ করছে। কারণ দুইদিন ধরে যে কুয়াশা ঢেকে রেখেছে আকাশ তাতে কাল যে দল টস জিতবে সে দল ৫০ ভাগ জয়ের পথে এগিয়ে থাকবে।
তারপরও মুস্তাফিজুর রহমান যেকোন দলের জন্য চিন্তার কারণ। এই তারকা বোলার যেকোন ম্যাচে পার্থক্য গড়ে দেবার যোগ্যতা রাখেন। সে কারণেই তাঁর দিকে মিডিয়ার এতো আগ্রহ।